প্রকাশিত: Tue, Jul 4, 2023 9:41 PM
আপডেট: Sat, Dec 6, 2025 3:58 PM

[১]পানি কমতে শুরু করায় সিলেট ও সুনামগঞ্জে স্বস্তি [২]লালমনিরহাটে গো-খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

মুরাদ হাসান: [৩] উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি  কমতে শুরু করেছে। উজানের ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে  সুনামগঞ্জ, সিলেট, লালমনিরহাটের নিম্নাঞ্চল দ্বিতীয় দফায় জলমগ্ন হয়ে পড়ে । সোমবার রাত থেকে এসব এলাকার পরিস্থিতির উন্নতি হচ্ছে।  

[৪] সুনামগঞ্জ থেকে তাছাদ্দুক রাজা জানান, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর,শান্তিগঞ্জ ও মধ্যনগরের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছিলো। দুদিন জেলা ও সীমান্তের ওপারে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত  হয়নি। এতে মঙ্গলবার থেকে পানি নামতে শুরু করেছে।

[৫] সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন, সুনামগঞ্জ শহরের সরকারি কলেজ এবং ছাতক ও বিশ্বম্ভরপুরের তিনটি আশ্রয়কেন্দ্রে ভয়ে ৩৭ টি পরিবার আশ্রয় নিয়েছেন। পানি আর না বাড়লে  বুধবার বাড়ি ফিরে যাবেন তারা।

[৬] সিলেট  থেকে সুবর্ণা হামিদ জানান, মঙ্গলবার  সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সিলেটে দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। 

[৭] সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৮৭ সেন্টিমিটার।  মঙ্গলবার সকাল ৯টায় সেটি কমে ১১ দশমিক ৪৩ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

[৮] নেত্রকোনা প্রতিনিধি দিলওয়ার খান জানান,  কংস, সোমেশ্বরী, ধনু ও উব্ধাখালীসহ সব নদ-নদীর পানি  বৃদ্ধি পেয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিচু এলাকা  জলাবদ্ধ হয়ে পড়ে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করে নদীর পানি।

[৯] কলমাকান্দা উপজেলা পানি উন্নয়ন বোর্ড  জানায়, উব্ধাখালী নদীর পানি মঙ্গলবার বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

[১০] লালমনিরহাট প্রতিনিধি মামুনুর রশিদ জানান, তিস্তা নদীর তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলের বাড়ি ঘর থেকে পানি নামতে শুরু করেছে। 

[১১] লালমনিরহাট সদর উপজেলার আনন্দ বাজার তিস্তা পাড়ের বাসিন্দা করিমন বেগম বলেন, ঘরের পানি নেমে গেছে। ভিজে আছে রান্না ঘরের চুলা। পুরো বাড়িতে কাদা। চলাচল করতে কষ্ট হচ্ছে।

[১২] লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ঈদের আগে ও পরে জেলার বন্যা কবলিত ইউনিয়নগুলেতে ৩০০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। আরো চাহিদা পাঠানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব